পিকেএসএফ এর সহায়তায় ও মমতার বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় গড়দুয়ারায় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ৯ নং গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্ল্যা, স্কুল পরিচালনা পর্ষদ সদস্য রিয়াজ মোর্শেদ ও ইউনিয়ন ও ওয়ার্ড প্রবীন কমিটির সভাপতিবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. চাঁন মিয়া। উক্ত প্রতিযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, অভিভাবক ও উক্ত ইউনিয়নের যুবক-যুবতীবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
0 মন্তব্যসমূহ