বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরের ৭ টি ভারতের

বি,এন ডেস্কঃ
বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে শীর্ষস্থানসহ ভারতেরই ৭ টি শহর। বাকি ৩টি শহরের মধ্যে ২ টি পাকিস্তানের এবং ১টি চীনের। নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এ গবেষণায় ২০১৮ সালে দূষণের মাত্রায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে অবস্থিত গুরুগ্রাম শহরটি।

এরপরই আছে দিল্লির আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর দূষণের তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর।

এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর শহর।

দূষিত শহরের তালিকা করতে পিএমটুপয়েন্টফাইভ নামে পরিচিত এক ধরনের সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই কণাগুলো মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহে মারাত্মক দূষণ ঘটাতে পারে। নতুন ওই প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে আগামী বছর বিশ্বে প্রায় ৭০ লাখ অকাল মৃত্যুর ঘটনা ঘটবে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।

ইত্তেফাক/এসআর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ