বাঁশখালীতে আগুনে পুড়ল ১৬ দোকান

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের সকাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে গেছে। গত শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। স্থানীয়রা জানায়, পশ্চিম বড়ঘোনা গ্রামের সকাল বাজারে গত শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে বিভিন্ন প্রকারের দোকান, শো-রুম ও ৩টি ফার্নিচার মার্ট পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন নিভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায় । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মো. কাসেম, জামাল উদ্দিন, মো. দেলোয়ার, আমির হোছাইন, কার্তিক ধর, আবুল হোছাইন, সাধন নাথ, আলী হোসেন, আবুল কাসেম, আহমদ হোসেন, আমীর হোসেন, নুরুল আনোয়ার, ফরিদ আহমদ, নুরুল আবছার, শামসুল আলম, ও মাওলানা রফিক আহমদ। এ ব্যাপারে ইউনিউনের চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, অগ্নিকাণ্ডটি রাতে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে না এলে ক্ষতি আরো বেশি হতো। তিনি ব্যবসায়ীদের ব্যক্তিগতভাবে সহযোগিতার কথা জানান। এদিকে গতকাল রবিবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, ওসি মো. কামাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী। তারা ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে যতটুকু সম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
/আজাদী! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ