কমরুদ্দিন আহমদ বাঁশখালীর শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত।

মোহাম্মদ এরশাদঃ জাতীয় শিক্ষা-সপ্তাহ২০১৯কমিটিও নির্বাচন মন্ডলির বিবেচনা মোতাবেক বাঁশখালী ডিগ্রী কলেজের সম্মানিত শিক্ষক, বিশিষ্ট কবি, দৈনিক পূর্বদেশ পত্রিকার সাহিত্য সম্পাদক প্রফেসর কমরুদ্দিন আহমদ কে বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ঘোষণা করেছে। তাহার সাথে যোগাযোগ করলে তিনি বাঁশখালী নিউজকে কবি কমরুদ্দিন আহমদ জানান, আমার অর্জনের পেছনে তার সকল সহকর্মী, শিক্ষার্থী সর্বোপরি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমার কলেজ অধ্যক্ষ এবং সম্মানিত বাছাইকৃত কমিটির সকল সদস্যের কৃতিত্ব রয়েছে উল্লেখ করে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর এই অর্জনকে তাহাদের প্রতি উৎসর্গ করেছেন।তিনি আরো বলেন,”এই অর্জন আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিল ভবিষ্যতে বাঁশখালীর শিক্ষায় আরো বেশি ভূমিকা রাখাতে চেষ্টা করে জাব। আমি ১৯৯১ সাল থেকে কলেজে শিক্ষকতা করে আচ্ছি।  কোনদিন এ প্রতিযোগিতায় নাম পাঠানো হয়নি।এ বছর আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমার নাম প্রস্তাবের জন্য কমিটি করে দিলেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শ্রেণি কার্যক্রম, প্রকাশনা, সামাজিক এবং সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম বিবেচনা করে আমার নামটি পাঠানো হয়। যা ১০০ নম্বরের বিবেচনায় সম্মানিত বিবেচকরা বিবেচনা করে বাঁশখালী উপজেলায় শ্রেষ্ঠ হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করেন । এ কৃতিত্ব আমার কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ