শুভ জম্মদিন সাকিব আল হাসান

মো: দিদারুল ইসলামঃ
১৪৭৬১০ বর্গ কিলো মিটারের এই ছোট্ট দেশের মানুষগুলো বুদ্ধি ও শাররীক শক্তির দিক থেকে অন্যান্ন দেশের তুলনায় অনেক পিয়ে আছে ।কিন্তু কখনো কেউ ভাবতে পারে নি যেই দেশ বিভিন্ন দেশের তুলনায় ১০০/১৫০ বছর পিছিয়ে আছে সেই দেশের কেউ কখনো বিশ্বসেরা হবে ।আমাদের বাঙ্গালিদের কে নিয়ে নজরুল একটা কথা বলেছে "হে খোদা তুমি বাঙ্গালিদের সৃষ্টি করেছো কিন্তু মানুষ করোনি" ।আজ যদি নজরুল বেঁচে থাকতো তাহলে আমি নজরুলের সামনে গিয়ে গলা পাটিয়ে বলতাম দেখো নজরুল তুমি যেই বাঙ্গলিকে বলতে তারা এখনো মানুষ হয়নি কিন্তু তুমি চোখ মেলে দেখ আমাদের সেই বাঙ্গালির একজন এখন বিশ্বসেরা ।শুধু বিশ্বসেরা নয় the only one man of the world ।সেই এমন রেকর্ড করেছে যা বিশ্বের আার কেউ করতে পারে নি ।সেই বিশ্ব সেরা মানুষ মানু হচ্ছে কোটি মানুষের কলিজা সাকিব আল হাসান ।সেই এখন সুধু মানুষ না সুপার ম্যান
যার‌ নাম মুখে আনলে আমাদের গর্বে বুক ফুলে উঠে ।যার‌ কারনে নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিতে গর্ববোদ করি ।
আজ সেই ক্রিকেটের রাজা সাকিবের জন্মদিন
আজকের এই দিনে বাংলাদেশে জন্ম হয়েছে the king of the cricket 
তাই অন্তরের অন্তরস্থল থেকে জানাই সেই মহা‌মানব সাকিব আল হাসানকে জন্মদিনের অন্তরিক শুভেচ্ছা
আর দোতা করি এগিয়ে যাও তুমি বিশ্বজয়ে আগামীর সকল বাঁধা পেরিয়ে
Happy birthday to you Shakib Al Hasan.
Many many happy returns of the day.
& love you 
#SAH75

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ