দিগন্ত দেবঃ
আজ সকাল ১০ ঘটিকার বাঁশখালী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাঁশখালী ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত বাঁশখালী ক্রিকেট একাডেমী বনাম নোয়াখালী ক্রিকেট একাডেমীর মধ্যকার তিন ম্যাচ ক্রিকেট সিরিজের ২য় ম্যাচে নোয়াখালীকে ৯ উইকেটে বিশাল ব্যবধানে
পরাজিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমী ২-০ এগিয়ে থেকে, এক ম্যাচ হাতে রেখে
সিরিজ জয় নিশ্চিত করেন।
সকালে টসে জিতে প্রথমে নোয়াখালী ক্রিকেট একাডেমী ব্যাটিং করার সিদ্বান্ত নে , নিধারিত ৫০ ওভারে ১৯.২ বলে সব উইকেট হারিয়ে
মাত্র ৭৭ রান সংগ্রহ করেন।
দলের হয়ে, শাহেদ ১৭, মাশরাফি ৮, মহিউদ্দিন ১৫, সনঞ্জয় ১০, রান করেন। এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর হয়ে হৃদয় ৩টি, মেহেদী ২টি,জিন্নাত,আসিফ ও মাসুদ ১ টি করে উইকেট লাভ করে।
জাবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমী ৭৮ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১০.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে। দলের হয়ে শফিউল আকবর ৪০*, রাসেল ২৫*, আদনান ৫ রান করনে। এবং নোয়াখালী ক্রিকেট একাডেমীর হয়ে, নাঈম ১ টি উইকেট পান। উক্ত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর হৃদয় দেব ।
বিজ্ঞপ্তি
0 মন্তব্যসমূহ