দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন'১৯ সম্পন্ন

মুহাম্মদ মাহফুজুর রহমানঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গণতন্ত্র চর্চায় সারাদেশ ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে ২০ ফেব্রুয়ারি ২০২৯ ইং স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।তারই প্রেক্ষিতে অনেক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে মরহুম মাষ্টার কবির আহমদ প্রতিষ্ঠিত দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন '১৯ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সংগ্রহ শুরু হয়।ভোট সংগ্রহে প্রিসেডিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন পঞ্চম শ্রেণির ছাত্রী তাকওয়া এবং সহকারী প্রিসেডিং অফিসার ছিলেন হালিমা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া, সহ,নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার কবির আহমদের সুযোগ্য সন্তান আবুল হাসান মিয়াজী। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক মুহাম্মদ মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন অভিভাবক কমিটির সভাপতি নুরুল আমিন,সহ সভাপতি জাকারিয়া,মাষ্টার আলা উদ্দীন,রূপালী নাথ ও আবিদা সোলতানা (মুন্নী)।একজন চেয়ারম্যান ও ছয় জন মেম্বরের জন্য ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সর্বশেষ দুপুর ১টার পর ভোট সংগ্রহ শেষ করে ভোট গণনা শুরু করেন।দুপুর ১টা ৩০ মিনিটে ঘোষণার মাধ্যমে ৪র্থ শ্রেণির ছাত্র শাহাদাত ৮২ টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়।
মেম্বারদের নাম:
১)নাছিমা আক্তার ৪র্থ (৮১)
২)আদিব চৌধুরী ৩য় (৭২)
৩) রবিউল হোসেন ৩য়(৬৫)
৪) শোয়াইবুল ইসলাম ৫ম (৫৮)
৫)মেহেদী হাসান ৩য় (৫৮)
৬) জান্নাতুল ফেরদৌস ৫ম ( ৫৭)
বিজয় ঘোষণা শেষে চেয়ারম্যান ও তার সদস্যদের নিয়ে বিজয় উল্লাস করে একটি মিছিল বের করেন।এ সময় অত্র বিদ্যালয়ের সুষ্ঠু ও নিরহ নির্বাচন দেখে এলাকার জনসাধারণ বিশেষ করে অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ