বাঁশখালী কলেজে ভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান সম্পন্ন

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান বাঁশখালী ডিগ্রী কলেজে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে।  এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় বাঁশখালী ডিগ্রী কলেজ শহীদ মিনারে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য এবং কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র-ছাত্রীবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পমাল্য নিবেদনের পর তিন দিন ব্যাপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশখালী ডিগ্রী কলেজ মিলনায়তনে বাঁশখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল আহাদের  সভাপতিত্বে ও অধ্যাপক মাহমুদুল হক চৌধুরী, বাবু রাস মোহন নাথ, মানিক দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাঁশখালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বাংলা বিভাগের কমরুদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক,  সমাজ বিজ্ঞান বিভাগের হারুন- উর- রশীদ, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগের শহীদ উদ্দিন,সহকারী অধ্যাপক অথনীতি বিভাগের নিশান - ই- হেলাল,সহকারী অধ্যাপক,  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আব্দুল গফুর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগের  মোজাহিদুল হক চৌধুরী, প্রভাষক, দশন বিভাগের মিসেস ফারজানা নাসরিন চৌধুরী, প্রভাষক পরিসংখ্যান বিভাগের আলতাব উদ্দিন, 
 প্রভাষক প্রাণী বিজ্ঞান বিভাগের মোছাম্মৎ সায়মা খানম চৌধুরী,  প্রভাষক, গণিত বিভাগের  মোহাম্মদ ফারুক, 
প্রভাষক, প্রাণী বিজ্ঞান বিভাগের মিসেস সেলিনা আক্তার, প্রভাষক- আই.সি.টি. বিভাগের মোহাম্মদ জহিরুল কাদের জাবেদ, প্রভাষক- পদার্থবিজ্ঞান বিভাগের জহির উদ্দিন, প্রভাষক- ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জিয়াউদ্দিন হায়দার,  প্রভাষক- ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের ফারহানা জামান, প্রভাষক,অর্থনীতি বিভাগের মিসেস রাহাত জাহান কুতুব, প্রভাষক- হিসাব বিজ্ঞান বিভাগের মিসেস মিফতাহুল জান্নাত, প্রভাষক- সমাজ বিজ্ঞান বিভাগের জসীম উদ্দিন, প্রভাষক- দর্শন বিভাগের  মিসেস ফাহমিদা সালমা রুশমী, প্রভাষক- ইংরেজী বিভাগের মিসেস রুপ্তা বডুয়া, প্রভাষক- ফিন্যান্স ব্যাংকিং বীমা বিভাগের সাহাবুদ্দিন মজুমদার প্রমুখ। 
প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় যারা জয়ী হলেন কোরান তেলাওয়াতে- আসিফ তালুকদার, আমিরুজ্জামন শারমিন আকতার, 
হামদ ও  নাতে -মুজাহিদুর রহমান, হামিদুর রশিদ, মোহাম্মদ জামসেদ হোসেন, শ্রীমদ্ভগবদ গীতাতে- পায়েল মল্লীক, রুমি রুদ্র, গোলাপী নম, রবীন্দ্র সংগীতে- ঐশি দাশ, পাপড়ি আকতার মায়া, সায়মাতুল জন্নাত, নজরুল সংগীতে - পূজা চক্রবতী, কবিতা আবৃক্তিতে- ছামীমুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ জানে আলম, উপস্থি বক্তব্যবে - মোঃ আজগর আলী, মোঃ বেলাল,মঈন উদ্দীন, আধুনিক গানে- মোজাহিদুর রহমান,মোঃ মোস্তাক, জামশেদ হোসেন, নৃত্য তে - বিউটি পাল, মনিকা ধুপী, মুক্তা দাশ, একক অভিনয়ে - নাঈম উদ্দিন, মোঃ জানে আলম,রেজাউল হোসেন, দেশাত্ববোধক গানে- ঐশী দাশ, ইমরান হোসেন, মোহাম্মদ জামশেদ, রচনা প্রতিযোগিতায়-তুলি চক্রবতী,  পুজা দেব, শরীফা আক্তার, লোকগীতিতে - ঐশি দাশ, শারমীন আক্তার, হামিদুর রশীদ প্রথম  ২য়,৩য় স্থানে  নির্বাচিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ