মেলায় এলো খোরশেদ মুকুলের দ্বিতীয় কবিতাগ্রন্থ মৃত বিবেকের সৎকার

মুহাম্মদ মাহফুজুর রহমানঃ
রাষ্ট্র, জনগণ ও মিডিয়া একটি গতিশীল চক্রের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান। এদের ভারসাম্য  মিথস্ক্রিয়ায় এগিয়ে যায় সমাজ, জাতি ও সভ্যতা। কোন একটি বিকল হলে কিংবা রোল প্লে না করলে দুষ্টচক্রের কবলে পড়ে সমাজ। মাথাচাড়া দেয় ফ্যাসিবাদ। জেঁকে বসে নব্য উপনিবেশবাদ। 'মৃত বিবেকের সৎকার' একটি কবিতা গ্রন্থ, রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের কিতাব নয়। কবিতার অবয়ব ছাপিয়ে তবু বইটি যেন রাষ্ট্রীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের শ্বেতপত্র। কন্টেম্পোরারি ইস্যুতে ভবিষ্যতের প্রামাণ্য দলিল। গ্রামসির বুদ্ধিজীবীদের নৈতিক স্খলনের ন্যুড বায়োস্কোপ। বিপরীতে কবিতার পরতে পরতে কবির চাওয়া কোন ইউটোপিয়া নয়, কল্যাণ রাষ্ট্রের বুলি কপচানো নয়, শুধু একটি মানবিক রাষ্ট্র। 

খোরশেদ মুকুল। টগবগে তরুণ কবি। লকলকে বিবেক। ঝকঝকে শব্দে বিনির্মাণ করতে চান তকতকে সমাজ ও প্রজন্ম। এ চাওয়া তার একার নয়। ১৮ কোটি জনতার। খোরশেদ মুকুলের ডেব্যু কবিতার বই 'বিবাহিত রাষ্ট্রের কান্না'। কবিতার অনন্ত যজ্ঞে 'মৃত বিবেকের সৎকার' তার ২য় নিবেদন। আপাত পাঠে একই বৃত্তে আবর্তিত মনে হলেও বই দুটি সিক্যুয়েলধর্মী। দলদাসের এই যুগে এমন একরোখা উচ্চারণ ব্যতিক্রম ও অসাধারণ। সময় বলে দেবে তেরচা সেলাইহীন কবিতার উজান গন্তব্য এবং কবির নির্মোহ মূল্যায়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ