বাঁশখালীতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ক্ষতির পরিমান ১ কোটি

আশেক এলাহীঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজারের উত্তর পার্শ্বে ১টি রাইস মিল ও ১টি জ্বালানি কাট তৈরীর মিল এবং সিএনজির পার্টস ও ভাংগারীর ৪টি দোকান সহ মোট ৬টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস, বাশখালী ও চকরিয়া ইউনিট।

সোমবার রাত অনুমান ১১টার দিকে রাইস মিলের পাশে থাকা বিদ্যুতের খুটি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিস বাঁশখালী ইউনিয়ট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিস, চকরিয়া ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব  হয় বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান।

এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মুজিব বাঁশখালী নিউজকে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। চাম্বল বাজারের উত্তর পার্শ্বে ২টি মিল ও ৪টি দোকানে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। কোন হতাহতের ঘটনা না ঘটলেও এতে অনুমান ০১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ