৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোহাম্মদ এরশাদঃ
গত ২২ জানুয়ারী  সকাল ১০ ঘটিকার সময় এম এ আজিজ স্টেডিয়ামে ৫দিন ব্যাপী ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দৌড়বিদ ফটো সাংবাদিক সরওয়ারুল আলম সোহেল ও দৌড়বিদ রেশমী তঞ্চ্যঙ্গা। বিভিন্ন স্থান থেকে আগত ছাত্র-ছাত্রীরা ডিসপ্লেতে অংশ নেয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান প্রমুখ।এতে গতকাল বেশ কয়েকটি ইভেন্টের খেলা সম্পন্ন হয়। এতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এথলেটিক্সে গোলাপ অঞ্চলের ইকরামুল হক ইকরাম ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে দ্রুততম মানব হয়েছেন। এছাড়া সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ভলিবলে ছাত্রদের গোলাপ অঞ্চল ২-০ সেটে পদ্ম অঞ্চলকে ও বকুল অঞ্চল ২-০ সেটে চাঁপা অঞ্চলকে এবং ছাত্রী গ্রুপে গোলাপ অঞ্চল ২-০ সেটে পদ্ম অঞ্চলকে ও চাঁপা অঞ্চল ২-১ সেটে বকুল অঞ্চলকে হারিয়েছে। জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ছাত্রদের টেবিল টেনিস দ্বৈতে বকুল অঞ্চল ৩-০ সেটে গোলাপ অঞ্চলকে ও এককে চাঁপা অঞ্চল ৩-০ সেটে পদ্ম অঞ্চলকে এবং বালিকা টেবিল টেনিস এককে চাঁপা অঞ্চল ৩-০ সেটে পদ্ম অঞ্চলকে ও টেবিল টেনিস দ্বৈতে চাঁপা অঞ্চল ৩-০ সেটে পদ্ম অঞ্চলকে হারিয়েছে। এছাড়া ছাত্রদের ক্রিকেটে পদ্ম অঞ্চল ২৪ রানে বকুল অঞ্চলকে এবং ছাত্রীতে চাঁপা অঞ্চল ৫ উইকেটে গোলাপ অঞ্চলকে হারিয়েছে। সেন্ট প্লাসিডস স্কুলে অনুষ্ঠিত ছাত্র বাস্কেটবলে চাঁপা অঞ্চল ২৮-২০ পয়েন্টে গোলাপ অঞ্চলকে ও পদ্ম অঞ্চল ৬৮-৩৩ পয়েন্টে বকুল অঞ্চলকে এবং ছাত্রীগ্রুপে চাঁপা অঞ্চল ১৬-১২ পয়েন্টে গোলাপ অঞ্চলকে ও পদ্ম অঞ্চল ৪৯-৪ পয়েন্টে বকুল অঞ্চলকে হারিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ