আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিলটেনিসে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ এরশাদঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এ অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিলটেনিস প্রতিযোগিতা-২০১৯ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ২৭-২৯ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় টেবিলটেনিস দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর। চারটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল গ্রুপ পর্বে যথাক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরাসরি সেটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব
 অর্জন করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এ খেলা উপভোগ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শোয়াইব।
দলের খেলোয়াড়েরা হলেন যথাক্রমে- দেব চাকমা, মফিক উজ জামান অন্তর, তারিকুল ইসলাম।
চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেবিলটেনিস দলকে অভিনন্দন জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আক্তার। বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ