"প্রিয়তমা'র কাছে আবু হেনা মোস্তফা কামালের চিঠি"

প্রিয়তমা,
আজ তোমার ৭১ বছর পূর্ণ হওয়ার দিন।
দিনে দিনে তুমি ৭১ বছরের বুড়ি হয়েছো কিন্তু ম্লান হয়নি তোমার সৌন্দর্য। এখনো আমার মত তোমার প্রেমে পাগল হয় লক্ষ কোটি প্রেমিক। 

কি এমন জাদুর ছোঁয়া আছে তোমার?? তোমার জন্য জীবন দিতে প্রস্তুত হয় হাজার প্রেমিক??
বসুনিয়া, তিতাস, জয়নুল, মোস্তফা, বাবুল, কামাল, তবারক, মাহবুব, মোমিন, ফরিদ, আশিক আরো নাম না জানা হাজার প্রেমিক তোমার প্রেমে পাগল হয়ে জীবন দিয়েছে। 

তোমার প্রেমের উজ্জ্বলতায় আলো ছড়িয়েছে রাজ্জাক,তোফায়েল, সুলতান মনসুর, কাদের, আক্তারুজ্জামান, জাহাঙ্গীর, মাইনুদ্দীন হাসান,ইকবাল রহিম, শাকিল, শামীম,পান্না, বাহাদুর, অজয় সহ অসংখ্য প্রেমিক। 
প্রিয়তমা, 
তোমার কল্যাণে আবার অনেক আনকোরা নিজকে প্রতিষ্ঠা করেছে গডফাদার হিসাবে।কুড়েঘর থেকে ব্যাংকের মালিক বানিয়েছ অনেককে। 

প্রিয়তমা,
তুমি এত সহনীয় কেনো?? 
যারা তোমার প্রেমিকের রক্ত নিয়ে খেলে এখন তুমি তাদেরকেই পরম আশ্রয়ে তোমার বুকে আশ্রয় দিয়েছো।

প্রিয়তমা,
তোমার সৌন্দর্য যেদিন দেখেছি সেদিন থেকে এখনো ভালবাসা কমেনি আমার। তোমার সাথে আমি এখন যৌবনের উত্তাল প্রেমের স্মৃতি রোমান্থন করি। 

তুমি ভাল থেকো প্রিয়তমা, 

তোমার অযোগ্য প্রেমিকদের বিদায় দিয়ে তোমার হৃদয়ের উত্তাপ বুঝে এমন প্রেমিকের সাথেই হোক প্রেম এই কামনা করি। 

ইতি
তোমার ভালবাসায় পাগল এক প্রেমিক।
(লেখকঃ আবু হেনা মোস্তাফা কামাল)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ