চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে ২য় বারের মত এমপি নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯৩, চট্টগ্রাম ১৬ (বাঁশখালী)
আসনের ১১০ টি কেন্দ্রের ৩ লাখ ০৩ হাজার ৮৬ ভোটের মধ্যে নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ১,৭৫৩৪১
  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে  পেয়েছেন ২৬৩৭০
ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৮ ৬২৯ ভোট,
আপেল প্রতীক নিয়ে জহিরুল ইসলাম  ১৭  ১৭০ ভোট, হাতপাখা ১৫১৩ ভোট, মোমবাতি ১০৫৩ ভোট, চেয়ার ৪৯৫ ভোট, কুঁড়েঘর ২৬২, বেঞ্চ ৫৬ ভোট। সর্বমোট বেসরকারী ফলাফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মত  সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বাঁশখালী উপজেলার ১১০ টি কেন্দ্র হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী ১৪৮,৯৭১
ভোটে বিশাল ব্যবধানে বিজয়ী করায় বাঁশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
বাঁশখালী বাসীকে আন্তরিক  ধন্যবাদ জানিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরী বলেন বিগত সময়ের  মত আগামীতেও এলাকাবাসীর পূর্ণ সহয়োগিতা পাবো বলে আশা ব্যক্ত করেন।
রবিবার সকাল ৮ ঘটিকার সময় ৫নং কালীপুর  ইউনিয়নের ১নং ওয়ার্ড গুনাগরী আহমদিয় ডলপীর (রাঃ) সিনিয়ার মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়,  ভোটকেন্দ্রে  ৩ হাজার ১২৮ ভোটের মধ্যে ৪০০ ভোট প্রদান  হয়েছে, এ কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়, এক ভোটার জানান কেন্দ্রটি মুসলিম ভোটার অধ্যুষিত হওয়াতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছেন, এর পাশাপাশি কোকদন্ডী গুনাগরী  উচ্চ বিদ্যালয়, পশ্চিম গুনাগরী সরকারী প্রাথমীক বিদ্যালয়, মোকামি পড়া সরকারী প্রাথমীক বিদ্যালয়, বিকালে পশ্চিম সাধনপুর পল্লী উন্নায়ন উচ্চ বিদ্যালয়, দুয়ারি পাড়া সরকারী প্রাথমীক বিদ্যালয়, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, উপজেলার দিখের কয়েকটি কেন্দ্রে গুরে দেখা যায় সেই কেন্দ্রে গুলিতেও ভোটার উপস্থিতি ভালো ছিল। সব কেন্দ্রে নতুন ভোটারদের সাথে কথা বললে তারা জানান এই বার প্রথম ভোট দিতে এসেছি , এসে খুব সুন্দর পরিবেশে আমার নিজের ভোট নিজে প্রদান করতে পেরেছি। বিশেষ করে বাঁশখালী আসনটি জামায়াতের ঘাঁটি বলা হলে ও সেখানেও বড় ধরনের কোন নাশকতা করতে পারেনি তারা।  ভোটের দিন কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও আইন-  সংঙ্কলা বাহিনী পরিস্থিতি শান্ত রেখে সব কেন্দ্রের ভোট প্রদান কাজ বিকাল চারটার দিখে সমাপ্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ