বাঁশখালীতে নির্বাচনের দায়িত্ব পালন অবস্থায় গ্রামপুলিশ নিহত

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করা অবস্থায় এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন।নিহত গ্রাম পুলিশের নাম শামসুল আলম প্রকাশ শামসু চৌকিদার (৬২)।তার বাড়ি ছনুয়া ইউনিয়নের মদিনাপাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়,৩০ডিসেম্বর নির্বাচনের দায়িত্ব পালন করা অবস্থায় রাত ১০টার দিকে অসুস্থতা অনুভব করেন শমসু চৌকিদার।এরপর তাকে দায়িত্বপালন থেকে অব্যাহতি দেওয়া হয়।নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন শমসু চৌকিদার। 
তার মরদেহ নিজ বাড়ি মদিনাপাড়ায় এলাকায় পৌঁছলে আত্নীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য,শমসু চৌকিদার ৩০বছর যাবত ছনুয়া ইউনিয়নে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।সর্বশেষ গতকাল জনগণের সেবা করা অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে ছনুয়ার জনদরদি শমসু চৌকিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সেক্রেটারী ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী,ছনুয়ার বর্তমান চেয়ারম্যান এম.হারুনুর রশীদসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
শমসু চৌকিদারের মৃত্যুতে ছনুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ