রাসেল ও রুবেলের অলরাউন্ডার নৈপূন্যে চন্দনাইশ প্রিমিয়ার ক্রিকেট টুণামেন্টে বাঁশখালী ক্রিকেট একাডেমীর ২য় জয়


মোহাম্মদ এরশাদঃ আজ ১৫ নভেম্বার রোজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় চন্দনাইশ ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত,চন্দনাইশ প্রিমিয়ার ক্রিকেট টুণামেন্টের খেলা চন্দনাইশ গাছ বাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । এতে খেলায় মোকাবিলা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমী বনাম সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমি। উক্ত খেলায় রাসেল ও রুবেলের অলরাউন্ডার নৈপূন্যে বাঁশখালী ক্রিকেট একাডেমী ৩ উইকেটে সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। 
সকাল- ৯ ঘটিকার সময় চন্দনাইশ গাছ বাড়িয়া সরকারি কলেজ মাঠে, টসে জিতে 
 বাঁশখালী ক্রিকেট একাডেমীর অধিনায়ক এস এম রাসেল আগে বোলিং করার সিদ্ধান্ত নে।
শেষ পর্যন্ত সাতকানিয়া ইয়ং স্টার একাডেমীর ইনিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সাক্ষম হয়। দলের হয়ে রিমন ৩১* জুবেল ৩০, জায়েদ ২২, রাশেদ ১৪ রান করেন এবং বাঁশখালী ক্রিকেট একাডেমীর হয়ে রাসেল ১, রুবেল ২, আরাফাত ২ উইকেট লাভ করেন।
জবাবে, বাঁশখালী ক্রিকেট একাডেমী ১৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে রুবেল ৪৬, এস এম রাসেল ২৮, কিরন ২২, শাকিল ১২, সোহেল ১১* রান করেন। এবং সাতকানিয়া ইয়ং স্টার ক্রিকেট একাডেমীর আসাদ ১, রিয়াদ ৩, রাশেদ ২ উইকেট পান। উক্ত ম্যাচে 
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমীর মোঃ রুবেল হোসেন।
বিজ্ঞপ্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ