বাঁশখালীতে পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর সন্তান প্রসব

মোহাম্মদ এরশাদঃ  চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকায় পিএসসি পরীক্ষা কেন্দ্রে ৫ম শ্রেণীর পরীক্ষা চলাকালীন অবস্থায় এক পরীক্ষার্থীর সন্তান প্রসব করেছে। আজ রবিবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বাঁশখালী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফাতেমা বেগম (১৫) নামে এক পরীক্ষা চলাকালীন পেটের ব্যাথা শুরু হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে পাশের রুমে ডেলিভারী হয়ে যায়।
খবর পেয়ে শিক্ষকরা বাঁশখালী হাসপাতালে খবর দিলে কর্তব্যরত নার্সিং ইনচার্জ শাহানা আক্তার বাচ্ছা ডেলিভারী করায়। মিডওয়াফারী নার্স সতাব্দী তালুকদারকে পাঠালে পরবর্তী সে বাচ্ছা ও মাকে নিয়ে হাসপাতালে চলে আসে। সে বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলমের কন্যা। 
বাঁশখালী হাসপাতালের গাইনী ওয়ার্ডের ইনচার্জ নাহিদা আক্তার ও মেয়েটি বাঁশখালী নিউজকে জানান, মেয়েটির মা ও যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই ছেলেটি নেজাম উদ্দিন তাদের দেখতে হাসপাতালে এসেছে। 

পরে বাঁশখালী থানায় খবর পেয়ে হাসপাতালে দেখতে গেলে সেই খান থেকে নেজাম উদ্দিনকে থানায় ধরে নিয়ে গেছে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ