আনোয়ারায় চাঁদাবাজিকে কেন্দ্র করে চাতরী চৌমুহনী রণক্ষেত্র, ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর , অগ্নিসংযোগ

ট্রাফিক পুলিশের অবৈধ চাঁদাবাজির জের ধরে ড্রাইভার ও ট্রাফিক পুলিশের মধ্যে সংঘর্ষে আনোয়ারার ব্যস্ততম চাতরী চৌমুহনী রণক্ষেত্রে পরিণত হয় ৷ আজ বেলা ১২:০০ টার দিকে এ ঘটনা ঘটে ৷ প্রত্যেক্ষদর্শী ও ড্রাইভারদের সাথে কথা বলে জানা যায় আজ দুপুর বার’টার দিকে ট্রাফিক পুলিশ একটি কাভার্ড ভ্যানকে কাগজ পত্র চেকিং এর জন্য থামার সংকেত দেয় ৷ চালক রুবেল (৩২) গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করে,সব ডকুমেন্ট ক্লিয়ার থাকার পরও কর্তব্যরত ট্রাফিক রুবেলের কাছে টাকা দাবী করে ৷ রুবেল টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে বাকবিতন্ডার সূত্রপাত হয় ৷ এসময় ট্রাফিক পুলিশ ও এদের সহযোগী কয়েকজন রুবেল’কে গাড়ি থেকে নামিয়ে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে মারধর করে ৷ অন্যান্য ড্রাইভার ও স্থানীয় জনতা রুবেল’কে উদ্ধারে ও ঘটনার প্রতিবাদে এগিয়ে এলে সংঘর্ষের ঘটনা ঘটে৷ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর জানা গেলেও , প্রশাসন কর্তৃক নিশ্চিত হওয়া যায়নি ৷
এ সময় বিক্ষুদ্ধ ড্রাইভার ও সাধারণ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং অস্থায়ী ট্রাফিক বক্সে আগুণ লাগিয়ে দেয় ৷ যার ফলে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ খবর পেয়ে আনোয়ারা থানা হতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ড্রাইভার রুবেল’কে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক সি এন জির ড্রাইভার জানান, পুলিশের হয়ে মুন্না নামের এক ব্যক্তি চাঁদাবাজী করে, টোকেনের নাম করে প্রতি মাসে চাঁদা নেয় , দিতে না চাইলে নানা রকম মামলার ভয় দেখিয়ে হয়রানি করে । এ ব্যাপারে আনোয়ারা থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা জানান৷ 
সূত্রঃ সারা আনোয়ারা,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ