বঙ্গবন্ধুকে ছাড়া কখনো বাংলাদেশের ইতিহাস লিখা সম্ভব নয়ঃ জুলফিকার আলী জুয়েল তরফদার

বিএন ডেস্কঃ
জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ দেশ গঠনে মুক্তিযুদ্ধের পথের ইতিহাস অনুসরণ করবে।

জাপান বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন দেশের প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাচ্ছে এবং তাঁরা দেশের মুক্তিযুদ্ধের চেতনার ওপর ভিত্তি করেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।’

আঁশির দশকের সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী জুয়েল তরফদার বলেন, ‘একটি মিথ্যা কখনই সত্যকে ঢেকে রাখতে পারে না, জাতির পিতাকে ছাড়া কখনই বাংলাদেশের ইতিহাস লেখা হতে পারে না। কারণ, বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের মূল অংশ জুড়েই রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ