ডিমলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান’র উদ্বোধন

মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলার)ঃ 
‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি, ফসল রক্ষার জন্য’ এবারের এই শ্লোগানকে সামনে নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ আজ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো: সহিদুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম ভূঁইয়া, সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মহিত কুমার সিংহ রায়, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়, সহ উপজেলা কৃষি অধিদপ্তর অফিসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ফসলে ইঁদুর যেভাবে ক্ষতি করে তা প্রতিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষে, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানীদের উদ্যেশে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলী বিষদভাবে আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ