Recents in Beach

Google Play App

আগামী ০২ নভেম্বর বাঁশখালী উপজেলা শীল কল্যাণ সমিতির নির্বাচন-১৮


প্রেস বিজ্ঞপ্তিঃ বাঁশখালী উপজেলা শীল কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সহিত সমিতির গঠনতন্ত্র পণেতাদের উচ্চ পর্যায়ের এক সভা বিগত ১৪/০৯/২০১৮ইং তারিখে আহবায়ক শ্রী ইঞ্জিঃ সুনীল বরণ শীল এর সভাপতিত্বে তাহার বাসভবনে অনুষ্টিত হয়। উক্ত সভায় সমিতির গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক এডঃ শ্রী যতীন্দ্র সুশীল সকল সদস্যদের উদ্দ্যেশ্য ধরেন। গঠনতন্ত্র বিষয়ে উপস্থিত সকল সদস্যবৃন্দ সভায় নিজ নিজ মতামত উপস্থাপন করেন। পরে সভায় উপস্থিত সকল সদস্যবর্গের সর্ব সম্মত সিদ্ধন্তে সমিতির গঠনতন্ত্র পাশ হয় এবং উক্ত গঠনতন্ত্রের আলোকে আগামী ০২/১১/২০১৮ইং তারিখ রোজ শুক্রবার উপজেলা কমিটির নির্বাচনের দিন ধার্য্য পূর্বক শ্রী দিলীপ কান্তি সুশীল কে মুখ্য নির্বাচনী কর্মকর্তা ও শ্রী রাজীব কান্তি সুশীল ও শ্রী সুমন কান্তি সুশীল কে সহকারী নির্বাচনী কর্মকর্তা ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
    উক্ত সভায় আহবায়ক মহোদয় আগামী ০২/১১/২০১৮ইং তারিখের নির্বাচন সুন্দর ও সুচারো রূপে সম্পন্ন করার জন্য সকলের সহায়তা কামনা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রী পুলিন সুশীল, সদস্য সচিব মাষ্টার বাবুল চন্দ্র শীল, হিমাংশু বিমল শীল, সুবল কান্তি শীল, ননী গোপাল শীল, মিলন চন্দ্র শীল, সুরেশ কুমার শীল, সুকুমার শীল (বাবুল), বিধান চন্দ্র শীল, অনিল চন্দ্র শীল, পুলিন চন্দ্র শীল, মানিক চন্দ্র শীল, জহর লাল শীল, বাদল শীল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য