Recents in Beach

Google Play App

বাঁশখালী ইউএনও'কে বিদায় সংবর্ধনা জানালেন বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবারনিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান উপদেষ্ঠা মোঃ মাসুদুর রহমান মোল্লার বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৪ জুলাই) বিকাল ৫ টার সময় উপজেলার নিজ বাস-ভবনে। বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয় বিদায়ী (উইএনও) মহোদয় কে। এতে উপস্থিত ছিলে বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক মোঃ এরশাদ, ও বাঁশখালী ক্রিকেট একাডেমির সহ-সাধারণস্পাদক জাহাঙ্গীর হোছেন সামিত এবং উক্ত একাডেমির সিনিয়ার খেলোয়াড় নান্টু কান্তি দাশ। শেষে বিদায়ী অতিথির সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। 

বিদায় কালে বাঁশখালী ক্রিকেট একাডেমির সফলতা কামনা করেন। এবং বাঁশখালী ক্রিকেট একাডেমিকে অগ্রিম আগামি বছর কক্সবাজার ট্যুরের সময়ে ওনার নিজ বাস-ভবনে দাওয়াত প্রদান করেন। সম্প্রতি তিনি কক্সবাজার জেলার এডিসি হিসেবে পদন্নোতি পেয়ে বদলী হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্য