বাঁশখালীতে সড়ক পথে গাছ ফেলে ডাকাত দলের হানা

বিএন,ডেস্কঃ বাঁশখালী পি..বি সড়কের উত্তর সাধনপুরপ্রধান সড়কের উপর গত বুধবার রাত আড়াইটার দিকে গাছ ফেলে যাত্রীদের উপর হানাদেয় ডাকাত দল  নগরী থেকে ঈদে বাড়িফেরা যাত্রীদের মধ্যে  ঘটনা জানাজানি হয়েগেলে ঘরমুখো যাত্রীদের মাঝে আতংক দেখাদেয়। রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রেরপরিদর্শক আতাউর হক চৌধুরী সড়ক পথেব্যারিকেড দিয়ে সিএনজি ট্যাক্সি আটকানোরবিষয়টি চালকদের মধ্যে বিরোধের বিষয়বলে জানিয়েছেন। তবে রাতভর পুলিশ টহলঅব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
জানা যায়ঈদ মৌসুম আসলে বাঁশখালীরডাকাত দল সড়ক পথে গাছপিলার দিয়েপ্রতি বছর ডাকাতির চেষ্টা চালিয়ে যায়।মাঝেমধ্যে ডাকাতির ঘটনাও ঘটিয়ে থাকে।গত বুধবার রাতে ১০/১২ জনের ডাকাতদলউত্তর সাধনপুর আল ফারুক মাদ্রাসার উত্তরপার্শ্বে প্রধান সড়কের উপর গাছের গুঁড়িফেলে সিএনজি ট্যাক্সির যাত্রীদের কাছ থেকেটাকা পয়সাঈদের কেনাকাটা করা মালামাললুট করার চেষ্টা চালায়। পুলিশতাৎক্ষণিকভাবে অভিযান চালালে ডাকাতদল পালিয়ে যায়।
বাঁশখালীর সিএনজি ট্যাক্সি চালক সমিতিরসভাপতি মোআবদুর সবুর বলেনসড়কপথে ব্যারিকেড দিয়ে সিএনজি ট্যাক্সিরযাত্রীদের কাছ থেকে টাকাপয়সামালামালছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে ডাকাত দল।বাধা দিতে গিয়ে মোশারফ আলী মিয়াজীবাজারের সিএনজি ট্যাক্সি চালক মোআলমগীর আহত হয়েছেন। সাধনপুরইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিনচৌধুরী খোকা বলেন, ‘গ্রাম পুলিশসহসাধনপুর থেকে বাণীগ্রাম পর্যন্ত সড়কপথেপুলিশের পাশাপাশি পাহারা চলছে। রাতআড়াইটার দিক দিয়ে সেহরী খাওয়ার জন্যগ্রাম পুলিশ বাড়িতে রওনা দিলে সংঘবদ্ধডাকাত দল সড়কে গাছ ফেলে ডাকাতিরচেষ্টা করে। একটি সিএনজি ট্যাক্সি আটকেরসংবাদ পেয়ে দ্রুত আমি (চেয়ারম্যানসহগ্রাম পুলিশ এবং বিট পুলিশের টহল দলঘটনাস্থলে উপস্থিত হই। রাত শেষে ভোরসকাল পর্যন্ত চলে পাহারা।
রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শকআতাউল হক চৌধুরী বলেনপুলিশ দলরাতভর টহল দিয়েছে। ডাকাতির কোন ঘটনাঘটেনি। সিএনজি ট্যাক্সি চালকদের মধ্যেসমস্যা থাকতে পারে
সূত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ