দুর্নীতি প্রতিরোধে সকলকে এক কাতারে আসতে হবে

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ৪ জুন বিকালে উপজেলা পরিষদের দিশারী প্রশিক্ষণ কেন্দ্র ও হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী। মাওলানা আকতার হোসাইনের কোরআন তেলোয়াতের পর সভায় বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সদস্য অনুপম কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যন কফিল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস.আই সুজন সিকদার, বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অসিত সেন, সদস্য জুবাইদুর রশিদ রণি, ডা. হিরক কুমার পাল, চেয়ারম্যান আসহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. মোস্তাক আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ ও বাঁশখালী পল্লী বিদ্যুতের ডি.জি.এম নাঈমুল হাসান।
\দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ