বাঁশখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত



বিএন ডেস্কঃ ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইউএসএআইডি’র কোডেক ক্রেল প্রকল্পের উদ্যোগে ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী সহ–ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার নাপোড়া প্রধান সড়কে এক র‌্যালি শেষে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জলদী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক সিকদার। প্রধান অতিথি ছিলেন জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও সহ–ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উত্তর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন সহ–ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জোবাইরুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চাম্বল বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, নাপোড়া বিট কর্মকর্তা মোঃ আবদুর রউফ মিয়া, জলদী বিট কর্মকর্তা আমিনুল ইসলাম, ক্রেল প্রকল্পের সাইট ফ্যাসিলিটেটর জগদীশ মন্ডল ও সুজন দাশ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ