আজ ঐতিহাসিক ৭ জুন ও বঙ্গবন্ধুর ছয় দফা-মোহাম্মদ শাহাদাত হোসেন (তপন)

বি,এন ডেস্কঃ
ঐতিহাসিক ৭ জুন ও বঙ্গবন্ধুর ছয় দফাকে সরণ করে  নেদারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন (তপন) বলেছেন,
আজ ঐতিহাসিক ৭ জুন বাঙালির স্বাধিকার আন্দোলনের এক অবিস্মরণীয় দিন। ১৯৬৬ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। বঙ্গবন্ধুর ৬-দফায় কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের মৃত্যু পরোয়ানা জারি হয়। ৬-দফায় বাঙালি খুঁজে পায় তাদের মুক্তির ঠিকানা। ছয় দফা হয়ে ওঠে স্বাধিকার আন্দোলনের ম্যাগনাকার্টা। পূর্ণ স্বাধীনতা যার যৌক্তিক পরিণতি। ৬-দফার সিঁড়ি বেয়েই ৬৯-এর ছাত্র গণ আন্দোলন,’৭০-এর নির্বাচন ও ’৭১-এর মুক্তিযুদ্ধ।
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান লাহোরে এক সম্মেলনে ছয় দফা দাবি পেশ করেন। ২০ ফেব্রুয়ারি তিনি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে  ছয় দফা পেশ করেন। এর কিছুদিন পর ১৯৬৬ সালে  আওয়ামী লীগের সম্মেলনে ৬-দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে আবারও শেখ মুজিবুর রহমান পেশ করেন এবং দলীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করেন। এরপর ৬-দফার ব্যাপক প্রচার শুরু করে আওয়ামী লীগ। অল্পদিনের মধ্যে ছয় দফা বাংলার মানুষের মাঝে জনপ্রিয়তা লাভ করতে থাকে। ছয় দফা বাঙালির বাঁচার দাবি মুক্তিসনদ হিসেবে খ্যাতি লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ