বাঁশখালীতে চুরির দায়ে শিবির ক্যাডার আটক!


বিএন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গন্ডামারা ইউপি’র বেড়িবাঁধ এলাকা হতে চুরির দায়ে এক শিবির ক্যাডারকে আটক করেছে। মঙ্গলবার দিবগত রাত ১ টার দিকে থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গন্ডামারা ব্রীজের দক্ষিণ পার্শ্বে বেড়িবাঁধে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত শিবির ক্যাডার হলেন ওই এলাকার মৌলভী আবু তাহেরের পুত্র মোঃ আয়াত উল্লাহ (২২)। এস. আলম পাওয়ার প্ল্যান্টের খুঁটির তার চুরির অভিযোগে তাকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা যায়। এদিকে এস. আলম পাওয়ার প্ল্যান্টের অফিস সংলগ্ন খুঁটি হতে কয়েকদিন পূর্বে তার চুরি হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রকল্পের ইলেক্ট্রিক্যাল ম্যানেজার চায়না নাগরিক শং বাঁশখালী থানায় বাদী হয়ে ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেছিলেন।
উল্লেখ্য, আটককৃত শিবির ক্যাডার আয়াত উল্লাহ দীর্ঘদিন জামায়াতের জ্বালাও পোড়াও ও নাশকতার ঘটনার সাথে সম্পৃক্ত। তাছাড়া ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা চলাকালীন সময় তার পিতা মৌলভী আবু তাহের গন্ডামারা এলাকায় আল বদর বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছেন আওয়ামলীগ নেতা নুরুল ইসলাম। 
সূত্র: জনকণ্ঠ অনলাইন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ