৩০ মার্চ থেকে ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে ইসরাইল

বিএন ডেস্কঃ
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, তাদের পরিসংখ্যান অনুযায়ী ৩০ মার্চ থেকে ইসরাইলি সৈন্যরা ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে। গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরাইলী সৈন্যরা গুলি চালালে বহু ফিলিস্তিনী হতাহত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ১৩১ ফিলিস্তিনীকে হত্যা করেছে। এ ছাড়াও তাদের হামলায় ৭ হাজার ৯৭৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং ৫৪ জন পঙ্গুত্ব বরণ করেছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
প্রতিবেদনটিতে ইসরাইলি সৈন্যরা চিকিৎসাকর্মী ও এ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। এই চিকিৎসাকর্মীরা বিক্ষোভস্থলে আহতদের চিকিৎসা দেয়ার জন্য গিয়েছিলেন।
৩০ মার্চ থেকে গাজা ভূখণ্ডের পূর্বাঞ্চলে ফিলিস্তিনীরা ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু করে।
২০০৭ সাল থেকে উপকূলীয় অঞ্চলটির ওপর ইসরাইলের কঠোর অবরোধ অবসানের দাবিতে এ বিক্ষোভের ডাক দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ