বাঁশখালীতে ব্যাংকারকে পিটিয়ে জখম করল বাস হেলপার

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ বাঁশখালী প্রধান সড়কে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে।এরই ধারাবাহিকতায় এবার স্পেশাল বাস সার্ভিসের হেলপারের হাতে মারধরের শিকার হলেন একজন ব্যাংক কর্মকর্তা।স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল ১০টা ৪০মিনিটের দিকে গুণাগরীতে এ ঘটনাটি ঘটেছে।ভূক্তভোগী কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের বুকে পিটে রক্তাক্ত জখম হয়েছে।ঘটনায় অভিযুক্ত হেলপারের নাম গুরা মিয়া।এ ঘটনায় মারধরের শিকার যাত্রী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
ঘটনার শিকার গুনাগরী কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন,”আমি শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল হতে নাজ কোম্পানীর মালিকানাধীন গাড়ি (নং-০-৩৪) করে ৮টা ২৫ মিনিটে রওনা দিই।গাড়িটি এক ঘন্টায় নতুন ব্রীজে আসার পরেও যাত্রী ভর্তি হয়নি।যে কারণে গাড়িটি ফের ঘুরিয়ে মীর ফিলিং ষ্টেশনের কাছ থেকে যাত্রী উঠানো শুরু করে।অফিসের সময় ঘনিয়ে আসায় আমি এ বিষয়ে প্রতিবাদ করলে গাড়ির চালক-হেলপার আমার সাথে খারাপ ব্যবহার করে ও মারধরের হুমকি দেয়।”তিনি আরো বলেন,”গুনাগরীতে গাড়িটি দাঁড়ালে সেখানে আগে থেকে সংঘবদ্ধ করে কয়েকজন ব্যক্তিসহ গাড়ির হেলপার আমার গায়ে হাত তুলে।সংঘবদ্ধ লোকজন ও হেলপার মিলে আমাকে কিল-ঘুষি মেরে বুকে পিটে জখম করে ফেলে।আমি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিব।”
এ ব্যাপারে বাঁশখালী বাস মালিক সমিতির সেক্রেটারী নুরুল ইসলাম বলেন,”অভিযোগ প্রমাণিত হলে ঘটনার সাথে জড়িত চালক ও হেলাপারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।চলন্ত গাড়ি যাত্রী ভর্তি না হলে আবারো ঘুরিয়ে নেয়ার নিয়ম নেই।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ