বাঁশখালীতে ২৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা শরনার্থী গ্রেফতার

মোহাম্মদ বেলাল উদ্দিন,বার্তা সম্পাদকঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় অভিযান চালিয়ে ২হাজার ৮শ পিস ইয়াবাসহ জিয়াবুল হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়।তার বাড়ি মায়ানমারের মংডু উপজেলার নাককুড়া গ্রামে।সে রোহিঙ্গা শরনার্থী হিসেবে সে উখিয়া উপজেলার বালুখালী পান বাজার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে থাকে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হীরা বলেন,”সিএনজি অটোরিকশায় করে ওই ব্যক্তি পেকুয়ার টৈটংয়ের দিক থেকে আসছিল।এসময় দ্রুত গতিতে এগিয়ে আসা গাড়িটিকে থামার সংকেত দিলে গাড়ি থেকে নেমে একজন যাত্রী পালানোর চেষ্টা করে।পরে তাকে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে তল্লাশী করলে শপিং ব্যাগের একটি প্যাকেটে ২হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।বিদেশী নাগরিক হিসেবে অবৈধ অনুপ্রবেশ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনুমতি ছাড়া রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে যাওয়ায় তার বিরুদ্ধে দুটি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ