ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল কাঞ্চনার প্রবাসীগণ

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়াঃ
চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়াস্থ মধ্য কাঞ্চনা কোনের দোকান মাইজপাড়ায় আগুনে পুড়ে বসতবাড়ি ছাই হয়ে যাওয়া সর্বহারা পরিবার সমূহের মধ্যে ইফতার সামগ্রী ক্রোকারীজ ও নতুন স্থাপনার জন্য ইট প্রদান করেছেন কাঞ্চনা ইউনিয়নের প্রবাসীগণ। ১১ই মে রোজ জুমাবার কাঞ্চনা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য উক্ত প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে ছাই হয়ে যায় কোনের দোকান মাইজপাড়ার বেশ কিছু দরিদ্র পরিবার।এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ছিল দরিদ্র শ্রেণীর।যারা বাড়িঘর হারিয়ে হয়ে যায় একেবারে নিঃস্থ সর্বহারা।তাদের সহযোগীতায় এগিয়ে আসে বিত্তবানসহ সমাজের নানা স্তরের মানুষ।তদ্রুপভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় প্রবাসে অবস্থান করা কাঞ্চনার সচেতন প্রবাসীরাও।কাঞ্চনা ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে রমজান মাসের জন্য ৮বস্তা ইফতার সামগ্রী,৮সেট প্রয়োজনীয় ক্রোকারীজ সামগ্রী এবং নতুন স্থাপনার জন্য ৫হাজার ইট প্রদান করা হয়। প্রবাসীদের পক্ষ হতে প্রতিনিধিত্ব করে ক্ষতিগ্রস্তদের মধ্য উক্ত সামগ্রী বিতরণ করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর জোটপুকুরিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ও সমাজসেবক মোহাম্মদ ইলিয়াছ,আল ওয়াফা ট্রাভেলস এর চট্টগ্রাম শাখার জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক নোমান মুহাম্মদ হানিফ এবং কবির স্টীম মিলের সিনিয়র কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ ওসমান গণী।এছাড়াও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ