বাঁশখালীতে বিচারপতি বোরহান উদ্দিন : শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হলে জীবনে পিছিয়ে পড়তে হয় না

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে হীরক জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও হীরক জয়ন্তী উদ্যাপন পরিষদের আহবায়ক মো. হাবিবুল কবির চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি বাঁশখালীর কৃতী সন্তান বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, বাঁশখালী যুগ্ম জেলা জজ মোশারফ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সৈয়দ মাহাবুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুদৌল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ, মামুনুর রশিদ মামুন, সোলতান আহমদ আশরাফী, এডভোকেট নুরুল আবছার, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রীম কোর্টের বিচারপতি বোরহান উদ্দিন বলেন, শিক্ষার্থীরা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সেজন্য তাদের প্রচুর অধ্যয়ন করতে হবে। যারা সুষ্ঠ মনমানসিকতা নিয়ে অধ্যয়ন করবে তাদের জীবন কখনও পিছিয়ে থাকবে না। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের সরল আমিরিয়া বিদ্যালয় অনেক গুণী শিক্ষার্থী জন্ম দিয়েছে। যারা আজকে সারা বাংলাদেশে সরকারি বিভিন্ন দপ্তরে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে আলোচনা সভা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. হাবিবুল কবির চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী প্রমুখ। রাতে কন্ঠ শিল্পী ফকির সাহাবুদ্দিনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ