নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে এমপি মোস্তাফিজ বৈলছড়ি আজ শতভাগ বিদ্যুতের আওতায়

বি,এন ডেস্কঃ
অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। তারই ধারবাহিকতায় বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি নতুন পাড়ায় ১০৮ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বৈলছড়ি আজ শতভাগ বিদ্যুতের আওতায়। বর্তমান সরকার মুখে যা বলে তা বাস্তবে পরিণত করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছিল তা আজ স্বপ্ন নয় বাস্তবে পরিণত হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে নিয়ে গেছে। ক¤িপউটার এবং মোবাইলের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে যোগাযোগের সুযোগ হয়ে গেছে। এই সরকারের উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। গতকাল বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব বৈলছড়ি নতুন পাড়ায় ১০৮ পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম নাঈমুল হাসান, বাঁশখালী যুবলীগের সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলাম, পল্লী বিদ্যুতের পরিচালক জাফর আহমদ, আ. লীগ নেতা টুটুন চক্রবর্তী। মো. সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, রানা কুমার দেব, নুরুল কবির, আবুল হাসেম, ছাত্রনেতা নাঈমুল হক মাহফুজ প্রমুখ। এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ১০৮ পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের পর যোগাযোগ ও সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ