জোবাইর বিন জিহাদীঃ
রাউজানে সড়ক দুর্ঘটনায়   কন্ট্রাক্টর  আব্দুল মান্নান (৩৫) নামের  একব্যক্তির মৃত্যু  হয়। তিনি  উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ করম আলী সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র ।   আজ সোমবার দুপর ২টায়  চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের মাঠে নিহত আব্দুল মান্নানের   জানাজা  নামাজ  সম্পন্ন হয় । তাঁকে শেষ বিদায় জানাতে এলাকার জনপ্রতিনিধিসহ  হাজারো  মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন  আলহাজ্ব মাওলানা   আব্দুল নবী (মাঃজিঃআঃ) ।   জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ পারিবারিক   কবরস্থানে দাফন করা হয়। মান্নানের মর্মান্তিক  মৃত্যুতে এলাকায়   শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য   গত শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌর সদরের  সিকদার ঘাটা এলাকায়  মোটর সাইকেল নিয়ে কাজ থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তাঁর মাথা পাঠে  মগজ বের হয়ে  যায়।  পরে  স্থানীয়রা  উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে  কর্মরত চিকিৎসকরা থাকে   চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন   । চিকদাইর  ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,  ও প্রতিবেশী জাহেদুল আলম জাহেদ জানান-   চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে   কর্মরত চিকিৎসকরা থাকে     প্রাথমিক চিকিৎসা করে  নগর একটি  ন্যাশনাল হসপিটালের আইসিউতে  পাঠিয়ে দেন  ।  সেখানে  গতকাল  দুপুর৩ টায় ১৫ মিনিটের সময়ে তাঁর মৃত্যু হয়। নিহতের  বন্ধু  চিকদাইর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  নেজাম উদ্দিন জানান   পেশায় রাজমিস্ত্রি কন্টাক্টর আব্দুল মান্নান বিভিন্ন ভবনের কাজ নিয়ে  শ্রমিক দিয়ে কাজ করাতেন। তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ