সাহসী শিল্পোদ্যোক্তা হাজি আলাউদ্দিন

বিএন ডেস্কঃ
মুক্তিযোদ্ধা, ভাষাশহীদ, শহীদ বুদ্ধিজীবী, নাট্যকার, সাংবাদিক, মানবধিকারকর্মী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনিতীবিদ ও শিল্পোদ্যোক্তাসহ অসংখ্য গুণিজনের জন্ম ফেনী জেলায়। তাদেরই একজন সাহসী শিল্পোদ্যোক্তা ফেনী পৌরসভার বর্তমান মেয়র হাজি আলাউদ্দিন। কর্নেল (অব) জাফর ইমাম বীরবিক্রমের আন্তরিক প্রচেষ্টায় ১৯৯৪ সালের শেষদিকে স্টারলাইন পরিবহন দিয়ে যাত্রা শুরু করেন তিনি। ১৯৯৮ সালে প্রাতিষ্ঠানিক রূপ লাভে সক্ষম হয় তার প্রতিষ্ঠান।
শিল্পোদ্যোগ গ্রহণে দেশপ্রেমকেই মৌলিক শক্তি হিসেবে বিবেচনা করেছেন হাজি আলাউদ্দিন। তিনি জানান, স্টারলাইন শিল্প পরিবার একের পর এক সম্ভাবনার মাইলফলক রচনা করেছে এই জনপদে। প্রাথমিক উদ্যোগে ব্যাপক জনসম্পৃক্ততা ও সবার উৎসাহকে কাজে লাগানোর শক্তিই শিল্পোদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে স্টারলাইনকে দুটি মৌলিক বিশেষত্ব প্রদান করেছেÑ একটি হলো চিরাচরিত শহরমুখিতা পরিহার ও মৌলিক শিল্প প্রতিষ্ঠা। আলাউদ্দিন মনে করেন, এগ্রো-বেজড শিল্প প্রতিষ্ঠানে মৌলিক চরিত্র ধারণের বিষয়টি আপেক্ষিক বিচারে সহজ মনে হলেও মেট্রো শহরের বাইরে সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করা অনেকটা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে কোনো বাধাবিপত্তিতেই পিছু হটিনি। লক্ষ্য ছিল সামনে এগিয়ে যাওয়ার। যার কারণে স্টারলাইন এখন শুধু একটি ব্র্যান্ডের নাম নয়, এটি একটি জনপদের দিন বদলের গল্পের নাম। অমিত সম্ভাবনাময় এ দেশের অর্থনীতিতে এ প্রতিষ্ঠান একদিন দ্যুতি ছড়াবে। পরিবহন ক্ষেত্রে সাফল্যের পর স্টারলাইন গ্রুপ দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণে, বিশেষ করে শিক্ষা ও খাদ্যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় একে একে প্রতিষ্ঠিত হয়েছেÑ স্টারলাইন স্পেশাল লি., স্টার মোটরস, স্টারলাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লি., স্টারলাইন অটো ব্রিকস (প্রা.) লি. (ইউ-১,২,৩), স্টারলাইন সিএনজি ফিলিং স্টেশন (ইউনিট-১,২,৩), স্টারলাইন ফুড প্রোডাক্টস্ লি., স্টারলাইন সেফ ডিংকিং ওয়াটার, স্টারলাইন সুইটস, স্টারলাইন অটো মেজর ফ্লাওয়ার মিলস লি.,স্টারলাইন অটো রাইস, ফুডস অ্যান্ড বেভারেজ লি., মুডি প্রসেসিং, সয়া প্রসেসিং, ডাল প্রসেসিং, স্টারলাইন কার্টন অ্যান্ড প্যাকেজিং, স্টারলাইন অফসেট প্রিন্টিং প্রেস, স্টারলাইন পোলট্রি অ্যান্ড ফিশারিজ, এরশাদ-নাহার ফাউন্ডেশন, স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ ভার্সন), ভালুকিয়া জামিয়া আশ্রাফিয়া কাছেমুল উলুম মাদ্রাসা, শাহাপুর তা’লিমুল নূরানী মাদ্রাসা, স্টারলাইন নার্সিং কলেজ (প্রস্তাবিত), স্টারলাইন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত), দৈনিক স্টারলাইন (প্রিন্ট ও অনলাইন সংস্করণ), হোটেল দার আল-হালওয়ানী, হলি মক্কা-সৌদি আরব, নাহার এন্টারপ্রাইজ, নাহার ট্রেডিং। শুরুতে সীমিত পরিসরে পরিবহন সেবায় সীমাবদ্ধ থাকলেও স্টারলাইন পরিবহন ঢাকা-ফেনী, ফেনী-চট্টগ্রাম, ফেনী-কক্সবাজার ও ঢাকা-কক্সবাজার রুটে পর্যায়ক্রমিক বিস্তৃতি ঘটিয়ে অন্যতম যাত্রী পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে। মানুষের আস্থার প্রতীকে এখন স্টারলাইন স্পেশাল লিমিটেড। স্টার মোটরস একটি পূর্ণাঙ্গ ভেহিকল মেইনটেন্যান্স ওয়ার্কশপ। এর ১৭টি ভিন্ন ভিন্ন সেকশনে কর্মরত শতাধিক দক্ষ ও অভিজ্ঞ মোটর মেকানিক। তারা দক্ষতার সঙ্গে বাস, ট্রাক, ট্রেইলার, হিউম্যান হলারসহ যে কোনো ভারী, মাঝারি ও হালকা যানবাহনের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ ও রক্ষণাবেক্ষণে সক্ষম। স্বাদে অনন্য সবার জন্যÑ সেøাগানকে ধারণ করে খুব দ্রুত ভোক্তাদের হৃদয়ে স্থান করে নিয়েছে স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড। এর কারখানা ফেনী শহরের অদূরে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কাশিমপুরে। স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্টারলাইন সেফ ড্রিংকিং ওয়াটার। প্রতিষ্ঠিত হয়েছে ২০১৫ সালে। এটি ফেনী শহরের ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্রাংক রোড় সংলগ্ন দাউদপুরে। এখানে আরও আছে স্টারলাইন অটো মেজর ফ্লাওয়ার মিলস্ লি., অটো রাইস ফুডস অ্যান্ড বেভারেজ, মুডি প্রসেসিং ইউনিট, সয়া প্রসেসিং ইউনিট ও ডাল প্রসেসিং ইউনিট। স্টারলাইন ফুড প্রোডাক্টসের সর্বশেষ সংযোজন স্টারলাইন সুইটস। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর কারখানা ফেনীর দক্ষিণ কাশিপুরে। বর্তমানে আটটি শোরুম দ্বারা পরিচালিত হলেও অচিরেই ফেনীর সীমানা পেরিয়ে নিকটবর্তী জেলা ও উপজেলায় বিস্তৃতি লাভের প্রক্রিয়ায় রয়েছে স্টারলাইন সুইটস। স্টারলাইন দেশি ও বিদেশি জাতের গম ক্রয় করে থাকে এবং অত্যাধুনিক সাইলো ব্যবস্থাপনায় সংরক্ষিত গম পেষণে কাক্সিক্ষত মাত্রার গ্লুটেন ও ময়েশ্চারসমৃদ্ধ ক্ল্যাসিক ও সুপার ক্ল্যাসিক ময়দা, সুজি, আটা উৎপাদন করে যাচ্ছে। মূলত স্থানীয় পর্যায়ে কর্মমুখী ও সেবাখাতবান্ধব জ্ঞাননির্ভর শিক্ষার প্রসারে স্টারলাইন গ্রুপ সুদূরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠা করেছে এরশাদ-নাহার ফাউন্ডেশন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ