বাঁশখালীতে মানববন্ধন ও সভা

বি,এন ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মসূচি হিসেবে সারাদেশে একযোগে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন শুরু হয়েছে ২৬ মার্চ।এ উপলক্ষে বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা, স্কুল পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশাসনের সাথে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সততা সংঘের সদস্যদের সাথে মতবিনিময়, শপথ অনুষ্ঠান, র‌্যালি ও পোস্টার প্রদর্শন করা হয়। সকালে সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, কালীপুর আর.কে বালিকা উচ্চ বিদ্যালয় ও কালীপুর আর.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী। বিশেষ অতিথি ছিলেন প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোরশেদ আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা অমিত সেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, সদস্য সুুপ্রিয়া বড়ুয়া, সদস্য মো: আসিফুল হক চৌধুরী ও সদস্য সাংবাদিক অনুপম কুমার দে। বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাশ, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ধর, পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দনা দাশ, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত, কালীপুর নাসেরা খাতুন, আর.কে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. তাহেরুল ইসলাম। অনুষ্ঠানে সততা সংঘের সদস্যরা র‌্যালী ও মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং শপথ বাক্য পাঠ করেন।
বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন হীরা, অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধূরী খোকন, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, এডভোকেট তোফাইল বিন হোসাইন প্রমুখ।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ