ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার জন্য সব ধরনের সহযোগীতা পাবে -রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান


সেলিম রেজা, নওগাঁ প্রতিনিধি:
রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেছেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সরকার ও প্রশাসন আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার জন্য সব ধরনের সহযোগীতা পাবে। যদি কোন শিক্ষার্থী স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আর্থিক কারনে সমস্যায় পড়েন তাহলে উপজেলা ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে। নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে “বিভাগীয় কমিশনারের সাথে উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মতবিনিময় সভায়” প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সমাজের পেছনে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । তবে এই জনগোষ্ঠীকে অবশ্যই মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহান। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গগন সহ নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান সাপাহার উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম, সরকারী/বে-সরকারী অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ