প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ইউনুছ মেম্বারের প্রতিবাদ

বি,এন ডেস্ক,প্রেসবিজ্ঞপ্তি
গত ৬ই মার্চ ২০১৮ইং তারিখে বাঁশখালী নিউজে"বাঁশখালীতে বিদ্যুত মিটারের দাম ৪হাজার টাকা:নেপথ্যে ইউনুছ মেম্বার"শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।যাহা সম্পৃর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।এলাকার কুচক্রীমহল আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে এ প্রতিবেদককে ভুল তথ্য দিয়ে এ রিপোর্টটি করিয়েছে।পল্লীবিদ্যুত সমিতির অনুমোদিত মোট টাকার পরিমাণ ৩৯৯৬ টাকা।সেই হিসাবে আমি এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের সুবিধার্তে ৩৮০০টাকা করে নিচ্ছি।আমি জনগণের মাধ্যমে বিপুল ভোটে ছনুয়া ২নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছি।আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ তুলতে পারেনি।আমি মেম্বার নির্বাচিত হওয়ার আগে ২নং ওয়ার্ড তথা মধুখালীতে মারামারি,রাহাজানি,চুরি-ডাকাতি সংঘটিত হতো।আমি মেম্বার নির্বাচিত হওয়ার পর এলাকার সব অপরাধ কর্মকান্ড বন্ধ করেছি।অন্যদিকে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে বর্তমানে।শুধু তাই নয়,মধুখালী দীর্ঘদিন বিদ্যুতহীন ছিল।এলাকার স্কুল-মাদ্রাসা,কলেজের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করতে অনেক কষ্ট হচ্ছে।এহেন অবস্থায় আমি ২নং ওয়ার্ডে বিদ্যুত এনেছি।প্রতি ঘরে ঘরে বিদ্যুত সংযোগ দেওয়া হবে।আমি কিছুদিন আগে আমার বিরুদ্ধে প্রকাশিত নিউজটির জন্য এলাকার জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।মূলত আমার জনপ্রিয়তার প্রতি ইর্ষান্বিত হয়ে এলাকার কিছু খারাপ লোক এ প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে নিউজটি করিয়েছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সর্বোপুরী,আজীবন যাতে এলাকার জনসাধারণের সুখে-দুঃখে পাশে থেকে তাদের খেদমত করতে পারি;সে জন্য আমি সবার দোয়া চাই। প্রতিবেদকের বক্তব্য::মধুখালী এলাকার কিছু বখাটে ছেলে আমাকে ভুল তথ্য প্রদান করে এ নিউজটি করিয়েছে।২নং ওয়ার্ডের মেম্বার মহোদয়ের কাছ থেকে সবকিছু যাচাই বাছাই করে বর্তমানে এ নিউজটি প্রত্যাহার করে নিয়েছি।নিউজটির ব্যাপারে পাঠকমহলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা গেল।বাঁশখালীতে ঘটে যাওয়া ২৪ ঘন্টার সব খবরাখবর জানতে বাঁশখালী নিউজের সাথে থাকুন।ভালো থাকুন,সুস্থ্য থাকুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ