আলাওল ডিগ্রী কলেজের বিএম ডিপার্টমেন্ট এর ক্লাস পার্টি সম্পন্ন

মোঃ আলী হোসেনঃ
বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলাওল ডিগ্রী কলেজেের বিএম ডিপার্টমেন্টের ক্লাস পার্টি পালিত হয়েছে।শনিবার (২৪মার্চ ) বেলা ১২টায় কলেজের সুনামধন্য অধ্যক্ষ মোহাম্মাদ ইদ্রিস সভাপতিত্বে কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
সকলকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে স্ব-স্ব মেধার স্বাক্ষর রাখার আহ্বান জানিয়ে আলাওল ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস বলেছেন, একজন মেধাবী শিক্ষার্থীই তার নিজের সাথে সাথে পারিবারের অর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। মেধাবী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত চরিত্রের অধিকারী হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে মেধাবীদের মুল্যায়ন কখনোই শেষ হবেনা
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান শামসুল আলম স্যার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইংলিশ বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান স্যার,মোঃ আজিজুল ইসলাম, প্রদীপ কুমার,ওসীম সেন,মোহাম্মদ জাকরিয়া, দেলোয়ার হোছাইন,আব্দুল কাদের,মোঃকাইসার,জয়শ্রী দাশ,শামীমা ম্যাম,রেহেনা ম্যাম, নুরুল আমিন প্রমুখ।
এতে বক্তারা বলেন,শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি চিত্তবিনোদনের অনুষ্ঠানের প্রয়োজন হয়।তাই পড়ালেখা করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে।
এতে উপস্থিত ছিলেন অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সনজীব কুমার সেন,মোহাঃ ওসমাব গণি,ফজিল্লেতুন্নেছা (ডলি),পপি ম্যাম।বিদ্যালয়ের ১৭ সালের এস.এস.সি শিক্ষার্থীর উদ্যোগে এ ক্লাস পার্টির আয়োজন করা হয়।এ উপলক্ষ্যে নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে কলেজের শিশির ভেঁজা সবুজ ক্যাম্পাস।
ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আলাওল ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মাদ আলী হোছাইন,সদস্য আতিকুর রহমান, সদস্য মোজাম্মেল হক, মোহাং ছরওয়ার হোছাইন, আসাদুল ইসলাম,রাসেল ইকবাল,আবু বকর,রহমত উল্লাহ, আইয়ুব খান,শাহনেওয়াজ, রোকেয়া এলাহী,ডেজী আক্তার, রেহেনুমা সেলতানা,সানজিদা, ফাতেমা বেগম,সুপ্তা বড়ুয়া,রবিতা বড়ুয়া,কানিছা বেগম সহ অন্যন্যরা।
প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।এ বিনোদনমূলক অনুষ্ঠান চলে বিকাল ০৩টা পর্যন্ত।বিকাল সাড়ে ২টায় শিক্ষার্থীদের পরিবেশনায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ