শুভ জন্মদিন সত্যিকারের যোদ্ধা আজম খান

বি এন ডেস্কঃ
সে রাতে টিলার মাথায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখি কি, একটা তাঁবুতে আলো জ্বলছে, আর সেখান থেকে ভেসে আসছে গানের সুর 'হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ......'
বুঝলাম আজম খান গাইছে৷ আজম খানের সুন্দর গানের গলা৷ আবার অন্যদিকে ভীষণ সাহসী গেরিলা, দুর্ধর্ষ যোদ্ধা৷ সেদিন সেই রাতে চারদিক ভীষণ অন্ধকার, অন্যসব ব্যারাক আর তাঁবুর সবাই বাতি নিভিয়ে ঘুমিয়ে গেছে৷ ন'টা-দশটাতেই মনে হচ্ছে নিশুতি রাত৷ ঐ একটা তাঁবুর ভেতর হারিকেনের আলো ছড়িয়ে সাদা রঙের পুরো তাঁবুটা যেন ফসফরাসের মতো জ্বলছে৷'
জাহানারা ইমাম তাঁর 'একাত্তরের দিনগুলি' বইতে রুমী'র বলা মেলাঘরের গল্প তুলে ধরেন এভাবেই। একাত্তরে যুদ্ধ শুরুর পর আজম খানের গন্তব্য ছিল আগরতলা৷ ঢাকা থেকে পুরো পথটাই তিনি পেরিয়েছেন, পায়ে হেঁটে, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে৷ মুক্তিযুদ্ধে অংশ নিতে আজম খান গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন ভারতের মেলাঘর শিবিরে৷ সেই শিবিরেই তাঁকে দেখেছিলেন শহীদ জননী জাহানারা ইমামের বড় ছেলে রুমী৷ রুমী স্বাধীনতা যুদ্ধে শহীদ হন৷ তবে যুদ্ধকালীন সময়ে মায়ের সঙ্গে দেখা করে আজম খানের কথা বলেছিলেন তিনি৷
শুভ জন্মদিন সত্যিকারের যোদ্ধা আজম খান...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ