আবারো বাল্য বিবাহ ঠেকালেন সাতকানিয়া থানা পুলিশ

জোবাইর বিন জিহাদী,বাঁশখালী নিউজঃ
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক বাল্যবিবাহ রোধ করা হয়েছে । ৪ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার সময় অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম সাহেবের নাম্বারে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় যে, অত্র থানাধীন পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈতরনী উত্তর পাড়ায় একটি বাল্য বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্চে। অফিসার ইনচার্জ উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই রাশেদুল আলম খাঁনকে নির্দেশ প্রদান করলে তিনি এএসআই রৗশন আলী ও সংগীয় ফোর্সসহ উক্তস্থানে গিয়ে জানতে পারেন বৈতরনী উত্তর পাড়া সাকিনে মোহাম্মদ হোসেন এর অপ্রাপ্ত বয়স্ক ছেলে মোঃ ইয়াছিন(১৭) এর সাথে একই পাড়ার মোহাম্মদ নুর এর অপ্রাপ্ত বয়স্কা মেয়ে মনোয়ারা বেগম (১৬) এর বিবাহের প্রস্তুতি চলছে। তখন এসআই রাশেদুল আলম খাঁন স্থানীয় চেয়ারম্যন মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে বিষয়টি আলোচনা করেন এবং উপস্থিত লোকজনদের সামনে অপ্রাপ্ত বয়স্কা মনোয়ারা বেগম (১৬) এর মাতা জাহেদা আক্তার ও ছেলে ইয়াছিন (১৭) এর মাতা সাহেরা বিবিকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলেন। উভয়পক্ষ বাল্য বিবাহের কুফল বুঝতে পারেন এবং তারা সকল আয়োজন বন্ধ করে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ