পুলিশের খাঁচায় বাঁশখালীর দুই শীর্ষ জামায়াত নেতা!

মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী নিউজঃ
৮ই ফেব্রুয়ারী জিয়া ট্রাস্ট দূর্নীতি মামলার রায়কে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে।তাই কঠুর অবস্থানে প্রশাসন।সারাদেশে চলছে সাড়াশী অভিযান।এরই অংশ হিসেবে বাঁশখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার আবদুর রহিম ছানুবী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মোকতার হোসাইন সিকদারকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
গতকাল কালীপুর রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।নাম প্রকাশ না করার শর্তে এক জামায়াত নেতা বাঁশখালী নিউজকে বলেন,"গ্রেফতারকৃত দুজন খুব ভাল মানুষ।সরকার তাদের জনপ্রিয়তা সহ্য করতে পারছেনা বিধায় তাদেরকে গ্রেফতার করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি তাদের নিঃশ্বর্তে মুক্তি দাবি করছি।"
এব্যাপারে বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন আহমদ হীরা বাঁশখালী নিউজকে বলেন,"৮ই ফেব্রুয়ারী খালেদার রায়কে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে।তাই নাশকতার মূল হোতাদের গ্রেফতার করা হয়েছে।নাশকতা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ