জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের
 সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের পরিচালনা পর্ষদের আগামী দুই বৎসরের জন্য 
চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মোহাম্মদ্র ইদ্রিছ মিয়া, পিতা- মরহুম ফৌজুল 
কবির, সাং- ৩নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা অভিভাবক প্রতিনিধি হিসাবে 
নির্বাচিত করেছে।
বিশেষসূত্রে জানা গেছে, তিনি একজন সমাজসেবক ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ 
নেতা,সাতকানিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি।এবং তিনি উত্তর 
সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি 
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের পরিচালনা পরিষদের পর পর দুইবার 
শিক্ষক প্রতিনিধি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 
মোহাম্মদ ইদ্রিছ মিয়া সাতকানিয়া পৌর মানবাধিকার কমিশনের সভাপতির দায়িত্ব 
পালন করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম-১৫ আসনের 
সংসদ সদস্য প্রফেসর ড. আবুরেজা মু. নেজামুদ্দীন নদভী ও বাংলাদেশ আওয়ামীলীগ 
পরিবারের সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন নারী শিক্ষার 
অগ্রযাত্রার শিখরে বর্তমান সরকারের পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসনীয়।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ