জায়েদুল ইসলাম সিফাতের লেখা 'হে প্রিয় নবী' সংগীতটির সুটিং সম্পন্ন

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া থানাস্থ কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা জায়েদুল ইসলাম সিফাত এর 'হে প্রিয় নবী' নামক স্বরচিত নাতে রাসূল (সাঃ) এর সুটিং সম্পন্ন হয়েছে।
এই ব্যাপারে শিল্পী জায়েদুল ইসলাম সিফাত বলেন,ছোট বেলা অবদ্বী ইসলামি সংস্কৃতি নিয়ে কাজ করতে ভালোবাসি। ভালোবাসি মুসলিম জাতির উন্নয়নে ও উপকরার্থে কাজ করতে। সেই সুবাদে গত ২২ ডিসেম্বর ২০১৭ তে আমি একটি ইসলামি সঙ্গীত মুসলিম জাতিকে উপহার দিয়েছি। যেটি ছিল নাতে রসূল(সঃ)। সঙ্গীতটির নাম “হে প্রিয় নবী”। ইতঃপূর্বেও আরও বেশ কয়েকটি ইসলামি সঙ্গীত মুসলিম উম্মাহকে উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ্‌। আমার প্রত্যেকটি সঙ্গীতই আমার নিজের লেখা ও সুরে গাওয়া আলহামদুলিল্লাহ্‌। আমার এবারের “হে প্রিয় নবী” সঙ্গীতটি মুসলিম উম্মাহর ভিতরে এক উন্মাদনার সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ্‌। আমার নিজের প্রতিষ্ঠিত শিল্পীগোষ্ঠী হচ্ছে “মুসলিম শিল্পীগোষ্ঠী”। যেটি প্রতিষ্ঠিত হয়েছে গত হওয়া ১২ ই রবিউল আউওয়াল। সকলের তরে একটু দোয়ার দরখাস্ত থাকবে এই যে, বাকী জীবনটুকুও যেন আমি ইসলমি সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে অনৈসলামি অপসংস্কৃতির বিরুদ্বে যেন ধুরবার আন্দলোন গড়ে তুলতে পারি ইন শা আল্লাহ্।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ