ভ্রমণে চলে আসুন তেঁতুলিয়া রিভার ইকো পার্ক

জে এম নাঈম হাসান,ভোলঃ
ভোলা জেলা শহর থেকে প্রায় ২৯ কিঃমিঃ দূরে জেলার বোরহানউদ্দীন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি "তেঁতুলিয়া নদীর বুক চিরে জেগে উঠেছে একটা চর।যেখানে চার দিকে নদী,নদীর বুকে নোকা সারি সারি নোকা জেলেরা মাছ ধরে পানি থৈ থৈ করছে মাঝখানে সবুজ বৃক্ষর সমারোহ।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস এলাকাবাসী চিত্ত বিনোদনের জন্য নিজের প্রচেষ্টায় গরে তোলেন একটি আধুনিক পার্ক,তেঁতুলিয়া রিভার ইকো পার্ক।

বোরহানউদ্দীন উপজেলার  তেতুলিয়া রিভার ইকো পার্ক" যা স্থাপিত হয়েছে ২০১৬ খ্রি....

ইতিমধ্যে এই পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন, ভোলা এর উদ্যোগে বেশ কিছু অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। 

এই শীতে আপনার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ ভোজনে যেতে পারেন আর উপভোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য। রয়েছে সর্বপ্রকার সুব্যবস্থা।





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ