বাঁশখালী উপজেলার মাদ্রাসা পড়–য়া ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে 
থাকা পলাতক আসামি হামিদ হাসান প্রকাশ মাসুম (২৯) কে গতকাল (রবিবার) সকাল 
সাড়ে ১১ টার দিকে পূর্ব পুঁইছড়ি গ্রামের মিয়া মার্কেট হতে গ্রেপ্তার করেছে 
পুলিশ। মামলার সূত্রে জানা যায়, হামিদ হাসান প্রকাশ মাসুম উপজেলার। পুঁইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছাবের আহমদের কন্যা পুঁইছড়ি ইসলামিয়া 
ফাজিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৫) কে বিয়ের প্রস্তাব দিয়ে 
বিভিন্ন সময় উত্যক্ত করে আসত। গত ৯ সেপ্টেম্বর ভোর সকাল ৪টার দিকে কৌশলে 
ঘরের ভিতর প্রবেশ করে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় তার 
শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক হামিদ হাসান প্রকাশ মাসুম পালিয়ে 
যায়। এ ঘটনায় অসুস্থ ছাত্রীকে প্রথমে বাঁশখালী হাসপাতাল পরে ওয়ান স্টপ 
ক্রাইসিস সেন্টার (ও.সি.সি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দিয়ে 
চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ধর্ষিতার মা লুৎফুন নেছা বাদি হয়ে নারী ও শিশু 
নির্যাতন আইন ২০০০ (সংশোধিত) এর ২০০০ এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। এ
 মামলায় পূর্ব পুইছড়ির ৪নং ওয়ার্ডের মৃত আবদু রহিমের ছেলে হামিদ হাসান 
প্রকাশ মাসুম (২৯) ও বজল আহমদের ছেলে জহির উদ্দীনকে (৩২) কে আসামি করে 
মামলা দায়ের হয়। এ মামলা রুজু হওয়ার পর থেকে মামলার আসামিরা পলাতক হয়ে যায়। বাঁশখালী থানার এস.আই মোহাম্মদ ফিরোজ মোল্লার নেতৃত্বে একদল পুলিশ গোপন 
সংবাদের ভিত্তিতে গতকাল (রবিবার) পূর্ব পুঁইছড়ি মিয়া মার্কেট এলাকা হতে 
তাকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, সোর্সের মাধ্যমে 
ধর্ষণ মামলার পলাতক আসামি হামিস হাসান প্রকাশ মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
সুত্রঃদৈনিক পূর্বকোণ
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

0 মন্তব্যসমূহ