কেমন টা হয় হিংসার ফল


লেখক আব্দুল করিম লতিফী

 পাখিরা আকাশে উড়ে
 বলে দেখিয়া তা হিংসায়. 
পিপীলিকা বিধাতার কাছে
 আহ কয়েক পাখা চায়,

 বিধাতা যবে দিলেন পাখা
 শেষে দেখে তার ফল.
 আগুনেই পুড়িয়ে মরে
 আহ পিপীলিকা দল,

 মানবের মধুরী গীত শুনি
 ওহ হিংসা উপজিল.
 মশক বিধির কাছে
 তাই সুকণ্ঠ মাগীল,

 গীত-শক্তি যবে দিল বিধি
 শেষে দেখে তার ফল.
 আহ নর-করাঘাতে
 মরে সে মশক সকল

 তাই বলি, 
হে জাতি অন্যের পাওনা নিয়ে
 কভু হওনা তুমি মগ্ন.
 নিজের পাওনাই মুগ্ধ হবে
 তবে হবে যে তুমি ধন্য,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ