পশ্চিম সাধনপুর একতা সংঘের উদ্দ্যেগে আগামী ৮/১২/ ২০১৭ রোজ শুক্রবার দিঘীর পাড়া জামে মমসজিদ প্রাঙ্গণে এক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করবে আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী পতেঙ্গা ইসলামীয়া আলীয়ার সম্মানীত অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাশঁখালী মুখলেসিয়া এমদাদুল উলুম মাদ্রাসার প্রভাষক মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ আরো বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাঝির ঘাট জামে মসজিদের খতিব ক্বারী মৌলানা আমজাদ হোসেন সাহেব ও উম্মুল ক্বোরা মাদ্রাসার সহ সুপার মৌলানা সাইদুর রশীদ সেলিম।সবাইকে উক্ত তাফসীরুল কোরআন মাহফিল এ উপস্তিত থাকার জন্য অনুরোধ করছি
প্রেস বিজ্ঞপ্তি।
প্রেস বিজ্ঞপ্তি।
0 মন্তব্যসমূহ