বিবাহিত-অছাত্রদের নিয়ে বহাল তবীয়তে দক্ষিণজেলা ছাত্রলীগ

ক্রাইম রির্পোটার,বাঁশখালী নিউজঃ

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে অছাত্র, বিবাহিত, চাকুরিজীবীদের স্থান না থাকার কথা উল্লেখ থাকলেও এদেরকে নিয়ে বহাল তবীয়তে চলছে বাংলাদেশ ছাত্রলীগ। এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। ১৪ অক্টোবরে নতুন নেতৃত্ব গঠন করে চট্টগ্রাম দক্ষিণজেলা কমিটির অনুমোদন দেন বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভাপতি হন এস.এম বোরহান ও মোঃ আবু তাহের হন সাধারণ সম্পাদক। অনুসন্ধানে জানা গেছে, অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী, ছাত্রসেনার সাবেক নেতা, চাঁদাবাজ, বিভিন্ন মামলার আসামি, রাজনীতিতে নিষ্ক্রিয়, চাকরিজীবি এমন ব্যক্তিরাও স্থান পেয়েছে । জানা গেছে, দক্ষিণজেলা ছাত্রলীগের কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ কমিটিতে পদ পাওয়ার পর বিয়ের পাঠ চুকিয়ে ফেলেছেন। শুধু তাই না বর্তমানে তিনি একাদিক অপকর্ম মামলার আসামীও। তিনি গত দুইবছর আগে বিয়ের পিড়িঁতে বসেছেন। বিয়ের একবছর পরে তাদের কোলজোড়ে একটি কন্না সন্তান জন্ম হয়। বিয়ের আগে হোসাইন মোহাম্মদের স্ত্রীর বিয়ের কথা পাকাপোক্ত হয় ৪নং বাহারছড়া ইউনিয়ের চাঁপাছড়ির এক যুবকের সাথে কিন্তু ঐ যুবকের ফ্যামিলি এবং (বর্তমান স্ত্রীর) মেয়ের ফ্যামিলিকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে বিয়েটা বানচাল করে দিয়ে (বর্তমান স্ত্রী) মেয়েটাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। কিন্তু এই ঘাতক হোসাইন মোহাম্মদের হাত থেকে রক্ষা পায়নি মা-মেয়ে! কলেজ পড়ুয়া যে মেয়ে হাজারো প্রতিকুল উপেক্ষা করে মা-বাবা সবাই কে ছেড়ে হোসাইন মোহাম্মদের সাথে বিয়ের পিরিতে বসেন। সে মেয়েকে মারধর করে বাপের বাড়িতে তাড়িয়ে দেয়! দক্ষিণজেলা ছাত্রলীগের একজন তৃণমূল কর্মী বলেন বিবাহিত সিল নিয়ে কি ভাবে কমিটিতে স্থান পায়? তাহলে সাধারণ ছাত্ররা কিভাবে ছাত্রলীগ করতে আগ্রহী হবে। এভাবে চলতে থাকলে ছাত্রদল আর ছাত্রলীগের কোন ব্যবধান থাকবে না। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন তার আদর্শিক জায়গা হারাবে। দক্ষিণজেলা ছাত্রলীগের এখনো পূর্ণ কমিটি গঠন হয়নি, কমিটির বর্তমান যেই বেহাল অবস্থা। এর থেকে উত্তরণ না ঘটলে ছাত্রলীগ বলে আর কিছু থাকবেনা। আশাকরি দক্ষিণজেলা ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত ভায়েরা নিজ দায়িত্বে ছাত্রলীগ কে বিশাল ধ্বংস থেকে রক্ষা করার বিষয়টি মাথায় আনবেন। বাঁশখালী নিউজের এক প্রতিনিধি ফোনে চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহানের কাছে হোসাইন মোহাম্মদের বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমরা এই বিষয়ে কিছুদিন আগে অবহিত হয়ছি , হোসাইন মোহাম্মদকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হবে। অন্যান্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ বিষয়ে বর্তমান তিনি কিছু জানেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ