মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালীতে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত হয়েছে। আজ সাড়ে ১০টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বর্ণিকপাড়া রাস্তার মাথা (অলুমিয়ার দোকান) এলাকায় রবিবার ২৬ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। মহিলাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চেচুরিয়া গ্রামের লেদু মিয়ার ছেলে করিম (২২) মোটর সাইকেল নিয়ে উপজেলা সদর যাওয়ার পথে অলুমিয়ার দোকান এলাকায় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাটির সাথে ধাক্কা লাগে, এ মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মহিলাটি মারা যায়। নিহত মহিলা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বর্ণিক পাড়া দুলাল ধরের স্ত্রী র্গীতি রাণী ধর (৪৫) বলে জানা গেছে। তার সংসারে ৩মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডাক্তার রেশমী বিশ্বাস বলেন, সকাল ১১টার দিকে সড়ক দুঘটনা মারা যাওয়া র্গীতি রাণী ধরকে হাসপাতালে আনলেও আমরা তাকে চিকিৎসা দিতে পারি নাই। সে দুঘটনাস্থলে মারা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন, সকাল ১১টায় উত্তর জলদী বর্ণিকপাড়া রাস্তার মাথা (অলুমিয়ার দোকান) এলাকায় মোটর সাইকেল দুঘটনায় মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে মোটর সাইকেলের ধাক্কায় মহিলা নিহত হয়েছে। আজ সাড়ে ১০টার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বর্ণিকপাড়া রাস্তার মাথা (অলুমিয়ার দোকান) এলাকায় রবিবার ২৬ নভেম্বর এ দুর্ঘটনা ঘটে। মহিলাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চেচুরিয়া গ্রামের লেদু মিয়ার ছেলে করিম (২২) মোটর সাইকেল নিয়ে উপজেলা সদর যাওয়ার পথে অলুমিয়ার দোকান এলাকায় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাটির সাথে ধাক্কা লাগে, এ মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মহিলাটি মারা যায়। নিহত মহিলা বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বর্ণিক পাড়া দুলাল ধরের স্ত্রী র্গীতি রাণী ধর (৪৫) বলে জানা গেছে। তার সংসারে ৩মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।
বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডাক্তার রেশমী বিশ্বাস বলেন, সকাল ১১টার দিকে সড়ক দুঘটনা মারা যাওয়া র্গীতি রাণী ধরকে হাসপাতালে আনলেও আমরা তাকে চিকিৎসা দিতে পারি নাই। সে দুঘটনাস্থলে মারা গেছে।
বাঁশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আলমগীর হোসেন, সকাল ১১টায় উত্তর জলদী বর্ণিকপাড়া রাস্তার মাথা (অলুমিয়ার দোকান) এলাকায় মোটর সাইকেল দুঘটনায় মহিলা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ